• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:৪৭:৩৩ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

০৬:৪৮ পিএম, ২৩ জুলাই ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
রাজনীতি
সারাদেশ
জেলার খবর

বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে :ওবায়দুল কাদের


রবিবার ২৩শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৪৮



বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে

বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্যাথলজিক্যাল লায়ার বলেও আখ্যা দেন তিনি। রোববার দুপুরে নিজের নির্বাচনী এলাকা নোয়াখালির কোম্পানীগঞ্জে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বসুরহাট পৌর অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরমেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন সহ অনেকে।  এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরমেয়র সহিদ উল্যাহ খান সোহেল এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->