• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১২:৫৪ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে মানব পাচার চক্রের ১ সদস্য গ্রেফতার, ৪ নারী উদ্ধার


বৃহঃস্পতিবার ১৭ই নভেম্বর ২০২২ বিকাল ০৪:০৬



নোয়াখালীতে মানব পাচার চক্রের ১ সদস্য গ্রেফতার, ৪ নারী উদ্ধার

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক :

নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে মানব পাচারকারী চক্রের কবলে থাকা ৪ নারীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আবু বক্কর ছিদ্দিক ওরফে সোহেল (২৪) কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. হারুনের ছেলে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  এর আগে, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে ৪ নারীর এনআইডি কার্ড তৈরির চেষ্টাকালে মানব পাচারকারী চক্রের এ সদস্যকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার ৪ নারী আর্থিকভাবে পরিবার পরিজন নিয়ে অভাব অনটনের মধ্যে দিনযাপন করেন।  এ সুযোগে মানব পাচারকারী চক্রের সদস্যরা তাদের পাচার করার জন্য বিভিন্নভাবে প্ররোচনা দিতে থাকে। এতে ৪ নারী প্ররোচিত হলে গত শনিবার ১২ নভেম্বর বিদেশে নেয়ার কথা বলে তাদের নিজ বাড়ি থেকে ঢাকায় আনা হয়। এরপর পাসপোর্ট তৈরির জন্য এনআইডি কার্ড করার কথা বলে ঢাকা থেকে গতকাল বুধবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে নেয়া হয়।  তারপর পাচারকারী চক্রের হোতা সিদ্দিকের বাড়িতে রেখে এনআইডি কার্ড করার জন্য অনলাইনে ফরম পূরণ করা হয়।  পরবর্তীতে ৪ নারীকে পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ছবি উঠানোর জন্য গেলে স্থানীয় লোকজন তাদের নাম ঠিকানা জিজ্ঞাসা করলে তারা তাদের আসল পরিচয় তুলে ধরে।  পরে স্থানীয় লোকজন ওই নারীদের উদ্ধার পূর্বক সিদ্দিককে আটক করে পুলিশে সোপর্দ করে। 

এ ঘটনায় ভুক্তভোগী সুনামগঞ্জ জেলার দিরাই চন্ডিপুর এলাকার বাসিন্দা মোছাস্মৎ ছামিরা আক্তার (২৪) বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এবং ৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন কবিরহাট থানার অফিসার ইনচার্জ। মো. রফিকুল ইসলাম

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->