• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১৯:৪৬ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে বিচারপ্রার্থী নারীকে ইউপি সদস্যের কু-প্রস্তাব দেয়ার অভিযোগ


শুক্রবার ১২ই মে ২০২৩ দুপুর ০১:৩৫



নোয়াখালীতে বিচারপ্রার্থী নারীকে ইউপি সদস্যের কু-প্রস্তাব দেয়ার অভিযোগ

ইউপি সদস্য আবু সাঈদ রাশেদ

মফস্বল ডেস্ক :

নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. আবু সাঈদ রাশেদের বিরুদ্ধে বিচারপ্রার্থী এক নারীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযোগ দিয়ে বিপাকে রয়েছেন বলেও জানান ওই নারী।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিচারপ্রার্থী ওই নারী বলেন, স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে বনিবনা না থাকায় রাগ করে বাবার বাড়িতে চলে গিয়েছি। পরে বিষয়টি মীমাংসার জন্য নোয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. আবু সাঈদ রাশেদের কাছে যাই। তিনি মীমাংসার আশ্বাস দিয়ে আমাকে কুপ্রস্তাব দেন।

ভুক্তভোগী নারীর দাবি, মেম্বার তাকে রাত ১০টার পর একান্তে ১০ মিনিট সময় দিতে বলেছেন। তবেই তিনি ওই বিচার সঠিকভাবে করে দেবেন। পরে বিচারপ্রার্থী নারী বাড়ি চলে গেলে রাতে মেম্বার ফোন করে জানতে চান সবাই ঘুমিয়েছে কি না। ফোনে সদুত্তর না পেয়ে রাতে মেম্বার নারীর বাড়িতে যান। চিৎকার দেওয়ার ভয় দেখালে বাড়ি ছেড়ে চলে যান মেম্বার।

এদিকে, ওই নারী মেম্বারের শাস্তি চেয়ে নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অভিযোগ দিয়ে কোনো সুরাহা না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে মেম্বার এখন তার ক্ষতি করার জন্য উঠেপড়ে লেগেছেন। অভিযোগ তুলে নিতে ১০ হাজার টাকা দিতে চেয়েছেন বলেও অভিযোগ করেন ওই নারী।

এদিকে, অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মেম্বার মো. আবু সাঈদ রাশেদ বলেন, পারিবারিক বিষয় তাই একান্তে কথা বলতে বলেছি। এখন আমার নির্বাচনী প্রতিপক্ষরা বিষয়টি ভিন্নখাতে নিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন।

এ বিষয়ে নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াছির আরাফাতকে বারবার ফোন দিয়েও পাওয়া যায়নি। তবে চেয়ারম্যান বরাবরে নারীর দেওয়া অভিযোগের বিষয়ে মেম্বারকে ডেকে জিজ্ঞাসা করার জন্য সচিবকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, নারীর অভিযোগ পেয়ে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->