• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩২ রাত ০১:৩৬:৫৪ (14-Oct-2025)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে শতভাগ প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করার লক্ষে র‌্যালী অনুষ্ঠিত


বৃহঃস্পতিবার ২০শে অক্টোবর ২০২২ বিকাল ০৫:০৪



নোয়াখালীতে শতভাগ প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করার লক্ষে  র‌্যালী অনুষ্ঠিত

No Caption

নোয়াখালীর সুবর্ণচরে শতভাগ প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করার লক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে বৃহস্পতিবার(২০ অক্টোবর) সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার চৈতি সর্ববিদ্যার সভাপতিত্বে ও  পরিবার পরিকল্পনা বিভাগের মোহাম্মদপুর ইউনিয়নের পরিদর্শক মোহাম্মদ আলী রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. ডি ইফতেখার। এসময় জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক একেএম জহিরুল ইসলাম, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, সেভ দ্যা চিলড্রেন এম.এন.সি.এস প্রকল্পের উপ-পরিচালক সালাহ উদ্দি ও সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->