নোয়াখালী সুবর্ণচর উপজেলার সেলিম বাজার আশ্রয়নে মাদক ও অসামাজিক কাজের সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে আশ্রয়নে বসবাসরত প্রায় ২ শতাধিক নারী পুরুষ।
সোমবার উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অবস্থিত আশ্রয়ন প্রকল্পের সামনে বটতলী তারা মার্কেটে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কিছু বখাটে প্রভাব খাটিয়ে আশ্রয়নে মাদক বিক্রি ও অসামাজিক কাজ চালিয়ে আসছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।
এসব কর্মকান্ডে জড়িতদের শাস্তির দাবী জানান বিক্ষোভকারীরা। এদিকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন চরজব্বর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন।
মন্তব্য করুনঃ