• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:২১:১৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

নোয়াখালী জেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সেলিম সভাপতি


সোমবার ৫ই ডিসেম্বর ২০২২ বিকাল ০৫:৪৬



নোয়াখালী জেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সেলিম সভাপতি

ছবি : সংগৃহীত

নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

সোমবার(৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক  মাহবুবুল আলম হানিফ।

জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনে জেলা আওয়ামী লীগের আহবায়ক খায়রুল আনম চৌধুরী সেলিমকে সভাপতি পদে নির্বাচিত করা হয়। তবে দলীয় বিভক্তি ও সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি।

আগামী ১৭ ডিসেম্বর কাউন্সিলরদের মতামত ও ভোটাভুটির মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে বলে জানানো হয়। এজন্য দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে দায়িত্ব দেয়া হয়। 

প্রসঙ্গত, ২০১৯ সালের ২০ নভেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সভাপতি হিসেবে অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক হিসেবে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে নির্বাচিত করা হয়। কিন্তু কমিটি ঘোষণার পর থেকে দলীয় কোন্দল চরম আকার ধারন করায় পূর্ণাঙ্গ কমিটি গঠন না করে দুই বছরের মাথায় কমিটি ভেঙ্গে দেয়া হয়। একই সাথে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমকে আহবায়ক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খাঁন সোহেলকে যুগ্ম-আহবায়ক করে ৮৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->