• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:০৯:৫৭ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা


রবিবার ৫ই মে ২০২৪ দুপুর ১২:২৯



রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে জবাই করে হত্যা করার অভিযোগ উঠেছে। রোববার (৫ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম -১৭ ব্লক এর রেড় ক্রিসেন্ট অফিস সংলগ্ন এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।  

ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  

নিহত ব্যক্তি উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নূর সালামের ছেলে নূর কালাম (২৯)। 

উখিয়া থানার ওসি শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->