নোয়াখালীর বেগমগঞ্জে মরিয়ম বেগম মুক্তা (২৫) নামে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মুক্তার পরিবারের দাবি তাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
বুধবার (২ নভেম্বর) সকালে উপজেলার মীর ওয়ারিশপুর ইউনিয়নে নিহতের স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মুক্তা ওই ইউনিয়নের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. জাহিদ হোসেনের স্ত্রী।
বাড়ির লোকজন জানায়, পারিবারিক কলহের জের ধরে মুক্তা মঙ্গলবার রাতে স্বামীর বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তবে নিহতের পরিবারের দাবি, স্বামীর পরিবারের সদস্যরা তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে। এ ঘটনায় মেয়ে হত্যার বিচার চেয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন নিহতের মা।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল। আত্মহত্যার প্ররোচনার অভিযোগ পাওয়া যাচ্ছে। হত্যার কোনো বিষয় আছে কি-না খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুনঃ