আব্দুল আলী । গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে রেল লাইনে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আজমল হোসেন ভূঁইয়াসহ বিএনপির সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। বাকি গ্রেপ্তারকৃতরা হলেন সোহেল রানা, জান্নাতুল ইসলাম, মেহেদী হাসান, জুলকার নাঈম আশরাফী,শাহানুর আলম ও সাইদুল ইসলাম। তারা সবাই বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।
রোববার(১৭ ডিসেম্বর) দুপুরে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মাহবুব আলম। তিনি বলেন, গত ১১ ডিসেম্বর রাতে ওই নাশকতার আগে কাউন্সিলর আজমল হোসেন ভূঁইয়ার বাসায় নাশকতাকারীদের মিটিং হয়। মিটিং করে পরিকল্পনা অনুযায়ী নাশকতা করা হয়।
গাজীপুরের ভাওয়াল গাজীপুর ও রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলায় গত ১৩ ডিসেম্বর ভোরে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনযাত্রী আসলাম মিয়া নিহত ও লোকোমাস্টারসহ পাঁচজন গুরুতর আহত হন। এছাড়া ওই ঘটনায় অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হন।
মন্তব্য করুনঃ