• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১২:০৬:১০ (31-Dec-2024)
  • - ৩৩° সে:

কোম্পানীগঞ্জে চুরি করতে গিয়ে শ্রমিকলীগ নেতা আটক


মঙ্গলবার ১০ই জানুয়ারী ২০২৩ দুপুর ০১:৪৯



কোম্পানীগঞ্জে চুরি করতে গিয়ে শ্রমিকলীগ নেতা আটক

চুরির দায়ে গ্রামবাসীর হাতে আটক শ্রমিক লীগ নেতা সহ দুজন।

মফস্বল ডেস্ক :

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়েছে শ্রমিকলীগ নেতা সহ দুইজন। 

সোমবার(৯ জানুয়ারী) রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আনার আহমদের বাড়ি  থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার ৪নং চরকাঁকড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো.সরোয়ার ও মুছাপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সর্দার বাড়ির আবদুল খালেকের ছেলে মো.আলমগীর।

মঙ্গলবার(১০ জানুয়ারী) সকালে আটককৃতদের পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বিষয়টি শোনার পর সত্যতা যাচাইয়ের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো.মাসুদ।

চোর ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করলেও এ ঘটনায় কেউ মামলা দিতে চাচ্ছেনা বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.সাদেকুর রহমান। এ ছাড়া এরা কোন দলীয় পদে আছে কিনা সেটিও জানেননা বলে জানান তিনি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->