• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:০৫:৩১ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

দুই সপ্তাহের মধ্যে দেশের সকল শিক্ষার্থী বই পাবে : শিক্ষামন্ত্রী


সোমবার ২রা জানুয়ারী ২০২৩ দুপুর ১২:১৭



দুই সপ্তাহের মধ্যে দেশের সকল শিক্ষার্থী বই পাবে : শিক্ষামন্ত্রী

বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী

সাভার প্রতিনিধি :

আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বই পেয়ে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 

রবিবার (১ জানুয়ারী) সকালে গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, কারিগরী ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন ও জেলা প্রশাসক আনিসুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। 

বই বিতরণ উৎসবে কাপাসিয়া উপজেলার ৫২টি মাধ্যমিক বিদ্যালয়, ৩৮ টি মাদরাসা, একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->