• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১০:৪৯ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

কোম্পানীগঞ্জে তেল ভেবে বিষপানে গৃহবধূর মৃত্যু


রবিবার ১৮ই ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:২১



কোম্পানীগঞ্জে তেল ভেবে বিষপানে গৃহবধূর মৃত্যু

ফাইল ছবি

চ্যানেল এস ডেস্ক :

নোয়াখালীর কোম্পানীগঞ্জে তেল ভেবে বিষপান করে শিরিন আক্তার(২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলার ৫নং চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিরিন আক্তার (২৮) উপজেলার চরফকিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গুচ্ছ গ্রামের মো. বাহার মিয়ার স্ত্রী।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শনিবার দুপুরের খাবার শেষে পেটে ব্যথা অনুভব করেন শিরিন। এ সময় ব্যথা উপশমের জন্য জয়তুনের তেল খেতে গিয়ে ভুলবশত বোতলে রাখা বিষ পান করে ফেলেন। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা শিরিন আক্তারকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি আমাকে অবগত করেছে। ময়নাতদন্ত শেষে কোম্পানীগঞ্জ থানা এ ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->