• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:৫৮:৩৯ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

সরকারী নির্দেশ অমান্য ; মোখা মোকাবেলায় এলাকায় ছিলেননা ইউপি চেয়ারম্যান


বুধবার ১৭ই মে ২০২৩ দুপুর ০২:৪৪



সরকারী নির্দেশ অমান্য ; মোখা মোকাবেলায় এলাকায় ছিলেননা ইউপি চেয়ারম্যান

ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী (ফাইল ছবি)

মফস্বল ডেস্ক :

সরকারী নির্দেশ অমান্য করে ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় এলাকায় অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীর বিরুদ্ধে। 

তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অনেক আশা নিয়ে তাঁকে ভোট দিলেও দূর্যোগের সময় তাকে পাননি বলে অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় চরাঞ্চলবাসীরা।  

খোঁজ নিয়ে জানা যায় ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের স্ব স্ব এলাকায় অবস্থান করার নির্দেশনা দিয়ে ২৩নং স্মারক মূলে গত ১১ মে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি চিঠি দেয়া হয়। কিন্তু সে নির্দেশ অমান্য করে মোখা পূর্ববর্তী সময় থেকে অদ্যাবধি এলাকার বাইরে অবস্থান করছেন ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী। এলাকার বাইরে অবস্থান করতে হলে কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর নীয়মও অনুসরণ করেননি বলে জানা গেছে। 

জেলা প্রশাসকের চিঠি ও চেয়ারম্যানের অনুপস্থিতি প্রসঙ্গে জানতে চাইলে, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবা উল আলম ভূঁইয়া জানান, আমার সাথে চেয়ারম্যানের ফোনে কথা হয়েছে। তবে তিনি কোথায় আছেন তা আমার জানা নেই। 

এদিকে স্থানীয়রা জানায়, চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় তিনি পলাতক রয়েছেন। চলতি বছর ৯ এপ্রিল নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-২ থেকে তার বিরুদ্ধে এ গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->