• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১০:১২ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

০৩:০০ পিএম, ০২ নভেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর

নোয়াখালিতে ১৩শ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ৩


বুধবার ২রা নভেম্বর ২০২২ বিকাল ০৩:০০



নোয়াখালিতে ১৩শ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ৩

ছবি : সংগৃহীত

নোয়াখালির বেগমগঞ্জে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গাসহ ৩ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তাদের কাছ থেকে ১৩০০ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন ও বাসের টিকেট জব্দ করা হয়।

বুধবার (২ নভেম্বর) সকালে দূর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের সুরের পোল এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের রহিম উল্যাহ, রহিম উল্যার স্ত্রী রুকিয়া বেগম, নোয়াখালীর জাবেদ হোসেন।

জানা গেছে, চন্দ্রগঞ্জের চিহিৃত মাদক কারবারি আবুল কালাম জহির দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে পাইকারি মূল্যে ইয়াবা এনে নোয়াখালি এবং লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলো। বুধবার সকালে তাদের ইয়াবার একটি চালান
কক্সবাজার থেকে আসছে- এমন খবরের ভিত্তিতে সুরের পোল এলাকার চ্যাপ্টার ক্যাফে এন্ড রেস্টুরেন্টের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে কক্সবাজার থেকে ছেড়ে আসা সন্দেহজনক একটি গাড়ির গতিরোধ করে তাতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে পাশাপাশি সিটে থাকা দুই নারী-পুরুষকে আটক করলে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দেয়। এসময় তাদের সাথে থাকা একটি প্যাকেট থেকে ১৩০০ পিস ইয়াবা জব্দ এবং তাদের দেয়া তথ্যমতে বাস থেকে অপর এক মাদক কারবারিকে আটক করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি বলেন, বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->