• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ দুপুর ০১:৩৩:৩২ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস


বুধবার ২২শে মে ২০২৪ দুপুর ১২:৩৭



সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

দেশের কয়েকটি অঞ্চলে তীব্র ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

বুধবার (২২ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া এবং ময়মনসিংহ অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। 

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। 

এদিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->