• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:০৮:০৯ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

কোম্পানীগঞ্জে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন


শনিবার ৫ই নভেম্বর ২০২২ বিকাল ০৩:০৪



কোম্পানীগঞ্জে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন

অনুষ্ঠিত আলোচনা সভা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে শনিবার সকালে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। 

র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ভারপ্রাপ্ত সমবায় অফিসার আব্দুল করিমের সভাপতিত্বে ও সিরাজপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক ইসমাইল তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেজবা উল আলম ভূঁইয়া। 

এসময় সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস, উপজেলা কৃষি কর্মকর্তা বেলাল হোসেন,উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোশারফ হোসেন, জাতীয় স্বর্ণ পদক পুরষ্কার প্রাপ্ত কোম্পানীগঞ্জের একমাত্র সমবায়ী মাষ্টার আব্দুল মান্নানের ছেলে ও সিরাজপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি ফখরুল ইসলাম মানিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->