মফস্বল ডেস্ক :
নোয়াখালীতে ডাকাতির ঘটনায় নারীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির সরঞ্জামাদিসহ বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১২ মে) সকালে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- চরমটুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল্যাহর ছেলে মো. মনির হোসেন (৪৫), তার স্ত্রী জুলেখা আক্তার (৩৫), নোয়ান্নই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. ইস্রাফিলের ছেলে মো. ইব্রাহিম খলিল (২১), মো. আজিজের ছেলে আবুল কালাম (২২), মৃত মমিন উল্যাহর ছেলে রহমত উল্যাহ (৪৫), ৩ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল গোফরানের ছেলে মো. জাবেদ (৩৮) ও বিনোদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. নুর নবীর ছেলে মো. কামাল (৪৫)।
তাদের কাছ থেকে দেশিয় তৈরি একটি পাইপগান ও বিভিন্ন রঙের ১২টি কার্তুজ সহ ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
নোয়াখালী সদর থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় ৮ মে দায়ের হওয়া মামলায় আসামিদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) ইব্রাহিম খলিল, আবুল কালাম, রহমত উল্যা, মো. জাবেদ ও মো. কামালকে গ্রেফতারের পর তারা দলনেতা মনিরের জড়িত থাকার কথা জানায়। পরে মনিরকে আটক করা সহ তার স্ত্রী জুলেখা আক্তারের দখল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে তাকেও গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুনঃ