• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:১৭:২৪ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

নেত্রকোনায় দেউলি উৎসবের উদ্বোধন


শনিবার ১৪ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৫:২৭



নেত্রকোনায় দেউলি উৎসবের উদ্বোধন

দেউলি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।

জাহাঙ্গীর আলম, নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোণায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে দুদিন ব্যাপী হাজং সম্প্রদায়ের দেউলি উৎসব শুরু হয়েছে। এ উৎসবে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় নাচ, গান, হাজং জনজাতির নিজস্ব সংস্কৃতি তুলে ধরে পালাগান ও গীতিনৃত্য সহ নানা আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।

“আমার সংস্কৃতি, আমার অহংকার” এই প্রতিপাদ্যে শুক্রবার(১৩ জানুয়ারী) বিকেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কালচারাল একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজং।

এসময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুব্রত ভৌমিক, উপ-সচিব  মিজানুর রহমান এবং  পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->