• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১৬:৩৮ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত-১৩


বৃহঃস্পতিবার ১২ই জানুয়ারী ২০২৩ দুপুর ০১:১৮



কোম্পানীগঞ্জে  আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত-১৩

আহত মুছাপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন

মফস্বল ডেস্ক :

নোয়াখালীর কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 

বুধবার (১১ জানুয়ারি)বেলা ১১টার দিকে উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়নের বাংলা বাজারের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মুছাপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন, জহিরুল হক, হামিদুল হক, সিরাজুল হক, নুরউদ্দিন, সিফাত, আলী আব্বাস চান মিয়া, আব্দুল হাই, সোহেল,অহিদ ও নুর উদ্দিন।

আহতদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে সেলিম মোজাম্মেল হক খোকন গ্রুপের লোকজন বুধবার সকালে জাহাঙ্গীর মেম্বার গ্রুপের এক  সদস্যকে বাংলাবাজারে আটক করে রাখে। এ খবর পেয়ে জাহাঙ্গীর মেম্বারের ভাই জালালের নেতৃত্বে তার শতাধিক অনুসারী বাংলাবাজারে এসে আওয়ামী লীগ নেতা খোকন সহ কয়েক জনের উপর হামলা চালায়। এই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

মুছাপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন বলেন,  জলদস্যু জালাল ও তার ভাই জাহাঙ্গীর শতাধিক জলদস্যু নিয়ে বাংলাবাজারে এসে এ হামলা চালিয়েছে। তারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে অভিযোগ অস্বীকার করে জালাল বলেন, খোকন  ও সেলিমের লোকজন আমাদের উপর হামলা করেছে।  

বাংলাবাজারে একজনকে আটক করে রাখার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে বলে নিশ্চিত করেছেন ইউপি সদস্য মোঃ আলী আজগর জাহাঙ্গীর।

তবে এ ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেনি বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.সাদেকুর রহমান। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->