টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ৩১ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।
রোববার (১১ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
সংস্থাটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশনের সদস্যরা। এ সময় নদীর মোহনায় একটি ফিশিং বোট থেকে ফ্লোটিংয়ের মাধ্যমে একটি বস্তা পানিতে ফেলতে দেখা যায়। বোটটিকে থামার সংকেত দিলে দ্রুত মায়ানমার সীমানায় চলে যায়। পরে বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৩১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য করুনঃ