• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৬:১৮:৫৮ (02-May-2024)
  • - ৩৩° সে:

জয়েদেবপুরে তুরাগ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত


বুধবার ১৭ই জানুয়ারী ২০২৪ সকাল ১১:৫১



জয়েদেবপুরে তুরাগ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

গাজীপুরের জয়েদেবপুরে তুরাগ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে ট্রেন চলাচলে কোন ব্যাঘাত ঘটেনি। 

বুধবার (১৭ জানুয়ারি) ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুতির এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। 

এর আগে, ২৪ ডিসেম্বর বেলা ১১টায় ঢাকা-সিলেট রেললাইনের মনতলা স্টেশনের কাছে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। তবে দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

তারও আগে, ১৩ ডিসেম্বর ভোর সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসা ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। অবরোধ সমর্থকরা রেললাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত হন। 

৭ ডিসেম্বর বিকেল ৫টার দিকে রাজধানীর তেজগাঁও স্টেশন থেকে কমলাপুরে যাওয়ার পথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়।  

আর ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এগারোসিন্ধুর গোধূলি ট্রেনের সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। মূলত কনটেইনারবাহী ট্রেনটি সিগন্যাল অমান্য করে স্টেশনে প্রবেশ করায় এ দুর্ঘটনা হয়। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ