জাবেদ হোসাইন, গাইবান্ধা প্রতিনিধি :
রাত পোহালেই অনুষ্ঠিত হবে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন।
এ উপলক্ষে মঙ্গলবার (৩ জানুয়ারী) পুলিশের নির্বাচনী ডিউটি বন্টন ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধার ফুলছড়ি থানার উদ্যোগে নাপিতের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মো: কামাল হোসেন। একই সময় ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় প্রিজাইডিং অফিসারদের হাতে ভোট কেন্দ্রের জন্য নির্বাচনী সরঞ্জাম তুলে দেয়া হয়েছে।
ফুলছড়িতে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব এবং সাঘাটায় উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করেন।
এদিকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, র্যাব,পুলিশ, বিজিবি ও আনছার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।
উল্লেখ্য ২০২২ সালের ২৩ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্ডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসন শূন্য ঘোষণা করা হয়।১২ অক্টোবর উপ-নির্বাচনে অনিয়ম ধরা পড়ায় ভোটগ্রহন বন্ধ করে দেয় নির্বাচন কমিশন।
মন্তব্য করুনঃ