• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:১৮:১৮ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

গাইবান্ধায় সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষক সহ দুইজন নিহত


সোমবার ৯ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৫:০৯



গাইবান্ধায় সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষক সহ দুইজন নিহত

ট্রাক চাপায় দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিক্সা।

মাহমুদ হাসান নাঈম, গোবিন্দগঞ্জ প্রতিনিধি :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় অটোরিক্সার ২ যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছেন।

সোমবার(৯ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের সোনারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার শিবপুর ইউনিয়নের উত্তর শোলাগাড়ী গ্রামের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী দুলালী বেগম ও স্থানীয় সাফিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রশিদুল ইসলাম রুবেল।

পুলিশ জানিয়েছে, মহিমাগঞ্জগামী একটি বালুবাহী ট্রাক গোবিন্দগঞ্জ শহরমুখী ব্যাটারী চালিত একটি অটোরিক্সাকে চাপা দেয়। এতে অটোরিক্সাচালক সহ ৭ যাত্রী আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->