গাইবান্ধায় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ সদস্য নিহতের ঘটনায় ট্রাক মালিকসহ চালক ও সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পুলিশ সুপার মো. কামাল হোসেন। গ্রেফতারকৃতরা হলো, ট্রাক চালক রংপুরের মাহিগঞ্জ থানার সঙ্গীর টারী গ্রামের জামাল মিয়া, সহযোগী একই এলাকার ক্ষুদ্র রংপুর গ্রামের মশিউর রহমান ও ট্রাক মালিক সুন্দরগঞ্জ উপজেলার উত্তর মরুয়াদহ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আনিছুর রহমান।
পুলিশ সুপার জানান, ঘাতক ট্রাকটির মালিক আনিছুর রহমান নিজেই চালক হওয়া সত্তে¡ও বদলী হিসেবে জামাল মিয়া নামে একজন অপেশাদার চালক ট্রাকটি চালাচ্ছিলেন।
২৪ আগস্ট সকাল সাড়ে ৬ টার দিকে গাইবান্ধা জিরো পয়েন্টে পুলিশ ক্যাফের সামনে গোল চত্বরে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য বিপ্লব প্রামানিককে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে অভিযান চালিয়ে জড়িতদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতার আসামীদের স্বীকারোক্তিতে রংপুরের মাহিগঞ্জ থানার বীরভুদ বালাটারী গ্রামের একটি গ্যারেজ থেকে ট্রাকটিও জব্দ করা হয়।
মন্তব্য করুনঃ