• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১৬:৩২ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

গাইবান্ধায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত


বুধবার ২৮শে ডিসেম্বর ২০২২ বিকাল ০৪:৫০



গাইবান্ধায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভা

জাবেদ হোসেন, গাইবান্ধা প্রতিনিধি :

একাদশ জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা-৫ শূন্য আসনে নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার(২৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক মো: অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও গাইবান্ধা-৫ শূন্য আসনের রিটার্নিং অফিসার মোঃ ফরিদুল ইসলাম। এসময় পুলিশ সুপার মো: কামাল হোসেন সহ প্রতিদ্বন্দ্বী ৪ প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

উল্লেখ্য,গত জুলাইয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ১২ অক্টোবর অনুষ্ঠিত গাইবান্ধা-৫ শূন্য আসনের উপ-নির্বাচনে ব্যাপক অনিয়ম ধরা পড়ায় নির্বাচন বন্ধ করে দেয় নির্বাচন কমিশন। 

আগামী ৪ জানুয়ারী এ আসনে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->