• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই পৌষ ১৪৩১ বিকাল ০৫:১৬:২১ (26-Dec-2024)
  • - ৩৩° সে:

পানির বোতল হাতে নিয়ে রাস্তায় নামলেন ওমর সানী!


মঙ্গলবার ৩০শে এপ্রিল ২০২৪ দুপুর ০১:২৪



পানির বোতল হাতে নিয়ে রাস্তায় নামলেন ওমর সানী!

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। মো. ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমায় দেখা যাবে তাকে। তবে রুপালি পর্দায় আসার আগেই রাস্তায় ধরা দিলেন এ সেলিব্রেটি। 

ঠিক কী কারণে পানির বোতল হাতে নিয়ে রাস্তায় দাঁড়ালেন সানী? চিত্রনায়ককে দেখেই সে প্রশ্ন মনে উঁকি দিতে শুরু করে সাধারণের মনে। 

জানা গেছে, সোমবার (২৯ এপ্রিল) তপ্ত দুপুরে তীব্র তাপপ্রবাহে যখন ঢাকার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে তখনই পানির বোতল হাতে নিয়ে রাস্তায় দাঁড়ানোর সিদ্ধান্ত নেন সানী। রাস্তায় দাঁড়িয়ে তৃষ্ণার্ত মানুষের কাছে পানির বোতল তুল দেন নায়ক। 

ওমর সানীর পাশাপাশি ‘ডেডবডি’ সিনেমার সংশ্লিষ্টরাও মোটরসাইকেল শোডাউন করে সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন। 

এ প্রসঙ্গে ‘ডেডবডি’ সিনেমার পরিচালক এমডি ইকবাল বলেন, প্রেক্ষাগৃহে ‘ডেডবডি’ মুক্তির বেশিদিন বাকি নেই। তাই সিনেমাটির প্রচারের অংশ হিসেবে মোটরসাইকেল শোডাউন করলাম। পাশাপাশি প্রচণ্ড তাপপ্রবাহে শ্রমজীবী মানুষকে একটু স্বস্তি দিতে ঠান্ডা পানি বিতরণ করেছি। 

মুক্তি প্রতীক্ষিত ‘ডেডবডি’ মূলত ভৌতিক সিনেমা। এ সিনেমায় সানী ছাড়াও অভিনয় করেছেন জাদু আজাদ, শ্যামল মওলা, রাশেদ মামুন অপু ও মিষ্টি জাহান প্রমুখ। আগামী ৩ মে সারা দেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। 

প্রসঙ্গত, সিনেমায় অভিনয় করা থেকে বিরতি নিয়ে ব্যবসায় মনোযোগী ছিলেন সানী। তবে এবার দীর্ঘ দুই বছর বিরতির পর ‘ডেডবডি’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার এক সময়কার জনপ্রিয় এ অভিনেতা। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->