• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ০৯:৫৩:০০ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

শিবচরে পিঠা উৎসবের আয়োজন


সোমবার ২৬শে ডিসেম্বর ২০২২ সকাল ১১:৪২



শিবচরে পিঠা উৎসবের আয়োজন

শিবচরের পিঠা উৎসবে অংশ নেয়া একটি স্টল

প্রণব সাহা, শিবচর(মাদারীপুর)প্রতিনিধি :

মাদারীপুরের শিবচর ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রথমবারের মতো পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

রবিবার (২৫ ডিসেম্বর) বিকেলে পৌরসভার লিটন চোধুরী স্কয়ার সংলগ্ন মাঠে ২ দিন ব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।

পিঠা উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শবনম জাহান শীলা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

এসময় জেলা প্রশাসক ড. রহিমা খাতুন,জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী,পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, শিবচর ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->