• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:০৬:৪০ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

ব্যালট পেপারে অন্যায়ভাবে হাত দিলে সেই হাত ভেঙ্গে দেওয়া হবে


মঙ্গলবার ৩০শে এপ্রিল ২০২৪ দুপুর ০১:১৭



ব্যালট পেপারে অন্যায়ভাবে হাত দিলে সেই হাত ভেঙ্গে দেওয়া হবে

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান বলেছেন, কোন মায়ের সন্তান ভোটের দিন ব্যালট পেপারে অন্যায়ভাবে হাত দিলে সেই হাত কিন্তু ভেঙ্গে দেওয়া হবে। 

সোমবার (২৯ এপ্রিল) বিকালে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্ব বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি তার বক্তব্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, ‘প্রয়োজনে বদলি হবো কিন্তু নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও  নিরপেক্ষ। ভোটের দিন পুরো মাদারীপুর নিরাপত্তার চাদরে মোড়ানো থাকবে। আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। সুষ্ঠু ভোট প্রদানে কেউ বাধা প্রদান করলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব, ইনশাআল্লাহ। সুষ্ঠু ভোট প্রদানের ক্ষেত্রে যা যা করা দরকার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সব ব্যবস্থা গ্রহণ করবে।’ 

তিনি আরো বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেমন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পেরেছি তেমনিভাবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করবো, ইনশাআল্লাহ। আজ থেকে কেউ যদি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের বিলবোর্ডগুলো নিজ উদ্যোগে সরিয়ে নিবেন। না হলে আমরা আইনগত ব্যবস্থা নিবো। আমরা এখন কাউকে চিনি না। আমাদের কাছে সবাই সমান।’ 

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম (বার) পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলীসহ আরো অনেকেই। 

এছাড়া প্রার্থী ও প্রার্থীদের প্রতিনিধি ছাড়াও পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুসরাত আজমেরী হক, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ভাস্কর সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আলাউল হাসান, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন, সহকারি কমিশনার (ভুমি) মো. সাইদুজ্জামান হিমু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) রব্বানী হোসেন, সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->