• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৭:৫৩:৩৮ (02-May-2024)
  • - ৩৩° সে:

শিবচরে আরও উন্নয়নের প্রতিশ্রুতি চিফ হুইপের


সোমবার ৮ই জানুয়ারী ২০২৪ দুপুর ০১:০৩



শিবচরে আরও উন্নয়নের প্রতিশ্রুতি চিফ হুইপের

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

ধারাবাহিকভাবে সপ্তমবারের মতো এমপি নির্বাচিত হয়ে আরও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। তিনি বলেন, ‘শিবচরে আরও চমকপ্রদ উন্নয়ন হবে।’ 

রোববার (৭ জানুয়ারি) রাতে ফলাফল ঘোষণার পরে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ কথা চিফ হুইপ। এ সময় টানা সাতবার নির্বাচিত হয়ে সংসদীয় এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 

তিনি বলেন, ‘শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া।’ 

চিফ হুইপ বলেন, ‘শিবচরের মানুষ আমাকে টানা সাতবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এবার সবচেয়ে বেশি ভোটে আমাকে নির্বাচিত করেছেন।’ 

তিনি আরও বলেন, ‘আমার ওপর মানুষ আস্থা রেখেছেন, ভালোবাসেন তারা আমাকে। আমার বাবাকেও তিনবার নির্বাচিত করেছিলেন শিবচরের মানুষ। সবাই মিলে এবার যেভাবে আমাকে ভোট দিয়েছেন আমি ঋণী ও কৃতজ্ঞ।’ 

নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘আমি চেষ্টা করবো আগে যেভাবে উন্নয়ন করেছি, সেভাবে কাজ করার। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হওয়ায় শিবচরের উন্নয়ন আরও চমকপ্রদ হবে।’ 

ভোটের ফল প্রকাশের পর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। এতে জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, মাদারীপুর-১ আসনের আওয়ামী লীগের নৌকা প্রার্থী নূর-ই-আলম চৌধুরী লিটন ১ লাখ ৯৬ হাজার ৭৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মো. মোতাহার হোসেন সিদ্দিকী পেয়েছেন ১ হাজার ৮২৬। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ