• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:০৭:২৯ (03-May-2024)
  • - ৩৩° সে:

মাদারীপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম ২, হাতের কব্জি বিচ্ছিন্ন কিশোরের


সোমবার ১৯শে জুন ২০২৩ দুপুর ০১:৪৫



মাদারীপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম ২, হাতের কব্জি বিচ্ছিন্ন কিশোরের

ছবি সংগৃহীত

মফস্বল ডেস্ক :

মাদারীপুরে দুই যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এরমধ্যে একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যাওয়া সাইফুল ইসলাম (১৫) ছয়না এলাকার দুলাল ফকিরের ছেলে। আহত অপর যুবক বিএম ফয়সাল (২৯) কুকরাইল এলাকার আব্দুল হাকিমের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানিয়েছেন, রোববার (১৮ জুন) রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয় রাজমিস্ত্রি সাইফুল ইসলাম। ঘোরাঘুরি শেষে বন্ধুদের বিদায় দিয়ে বাড়ির দিকে ফিরছিল সে। এ সময় মাদারীপুরের ছয়না এলাকায় একটি গাড়িতে আসা কয়েকজন দুর্বৃত্ত সাইফুলকে তুলে নির্জন স্থানে নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে তারা।

এ সময় সাইফুলের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা সাইফুলকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

এর কিছু সময় পর ইলেক্ট্রিক মিস্ত্রি বিএম ফয়সাল নামে এক যুবককে মুঠোফোনে ফোন করে ডেকে নেয় অজ্ঞাত এক যুবক। পরে বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য অন্ধকার একটি ঘরে নিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে পালিয়ে যায় হামলাকারীরা।

ওই যুবকের চিৎকার শুনে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত দু’জনকেই পাঠানো হয় রাজধানীর পঙ্গু হাসপাতালে।

এ নিয়ে ওসি মনোয়ার হোসেন বলেন, পর পর দুটি হামলার প্রকৃত কারণ আপাতত জানা যায়নি। তবে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান চলছে।

মন্তব্য করুনঃ