• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩১ ভোর ০৪:৩৮:২৫ (02-May-2024)
  • - ৩৩° সে:

হলিউডে নেপোটিজম নিয়ে যা বললেন শার্লিজ


রবিবার ৫ই নভেম্বর ২০২৩ দুপুর ০২:৩২



হলিউডে নেপোটিজম নিয়ে যা বললেন শার্লিজ

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

গতকাল শনিবার (৪ নভেম্বর) হিন্দুস্তান টাইমসের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হলিউডের সুপারস্টার শার্লিজ থেরন। সেখানে তিনি কথা বলেছেন নেপোটিজম নিয়ে।

সেই অনুষ্ঠানের আলোচনায় এবং প্রশ্ন করার দায়িত্বে ছিলেন বলিউডের পরিচালক করণ জোহর। থেরন হাজির হলেন সশরীরে। শুরুতেই করণ প্রশ্ন করেন, বলিউডের মতো কি হলিউডেও নেপোটিজম নিয়ে আলোচনা হয়? 

শার্লিজ থেরন হলিউডের একেবারে প্রথম সারির অভিনেত্রী হিসেবেই পরিচিত। সম্প্রতি ‘মনস্টার’ ছবির জন্য অস্কার পেয়েছেন তিনি। দু’টি নমিনেশন রয়েছে তার ঝুলিতে। অথচ এই অভিনেত্রী এমন কোনও পরিবার থেকে আসেননি, যার সঙ্গে বিনোদন জগতের কোনো সম্পর্ক আছে। 

শার্লিজ থেরনের জন্ম দক্ষিণ আফ্রিকায়। নাচকে পেশা হিসেবে তৈরি করতে ইতালির মিলানে যাত্রা করেন। তখন তার বয়স ১৬ বছর। তার পরে ১৮ বছর বয়সে হলিউডে যাওয়া। 

তার বাবা-মা বাড়ি নির্মাণের কাজ করতেন। ছোট থেকে এমন কোনও পত্রিকাও হাতে আসেনি, যাতে সেলিব্রিটিদের খবর থাকত— এমনই জানালেন শার্লিজ। বললেন, সিনেমা দেখতে হলেও ছুটির দিনে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি চালিয়ে যেতে হত অনেক দূরে। সেখানেই তিন জনে মিলে দেখতেন সিনেমা। উপভোগ করতেন। এভাবেই এক সময়ে ইচ্ছা জাগে ওই জগতের অংশ হওয়ার। সেই কারণেই মিলান হয়ে হলিউডে যাত্রা। 

করণ আরও প্রশ্ন করেন, ‘ভারতের বিনোদন জগতে একটি বড় বিতর্কের বিষয় হয়ে উঠেছে নেপোটিজম। হলিউডেও কী নেপোটিজমের বিষয়টি প্রাধান্য পায়?’ 

এই প্রশ্নে শার্লিজ থেরন বলেন, যখন আমি হলিউডে আসি তখন এই জগতের কারও সঙ্গে কোন সম্পর্ক ছিল না। তবু আমাকে সবাই সহযোগিতা করেছে। কাজের ক্ষমতা, প্রতিভার দাম সব সময়েই দেয়া হয় হলিউডে। যদিও সিনেমার সঙ্গে যুক্ত পরিবার থেকে আসা সদস্যরা কিছু ক্ষেত্রে সুবিধা পান। তবে শেষ পর্যন্ত তারাই টিকে থাকতে পারেন, যাদের টিকে থাকার ক্ষমতা আছে।'

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ