• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই পৌষ ১৪৩১ বিকাল ০৫:০১:২০ (26-Dec-2024)
  • - ৩৩° সে:

লন্ডনে চুপিসারে ‘দ্বিতীয় প্রাক-বিয়ের অনুষ্ঠান’ করলেন অনন্ত-রাধিকা!


সোমবার ২৯শে এপ্রিল ২০২৪ বিকাল ০৩:১৬



লন্ডনে চুপিসারে ‘দ্বিতীয় প্রাক-বিয়ের অনুষ্ঠান’ করলেন অনন্ত-রাধিকা!

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

এ বিষয়ে আম্বানি পরিবার কোনো অফিশিয়াল বিবৃতি প্রকাশ না করলেও ‘আম্বানি আপডেট’ নামে একটি ফ্যানপেজ থেকে লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় প্রাক-বিয়ের অনুষ্ঠানের বেশকিছু ছবি প্রকাশ করা হয়েছে।  

রোববার (২৮ এপ্রিল) প্রকাশিত ওই সব ছবিতে দেখা গেছে, লন্ডনের স্টোক পার্ক এস্টেটে ব্যক্তিগত ও ঘরোয়া আয়োজনে অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাক-বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকারাও। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া সে অনুষ্ঠানের ছবিতে রণবীর সিং, অর্জুন কাপুর সহ বলিউডের বহু তারকার উপস্থিতি লক্ষ্য করা গেছে।  

‘আম্বানি আপডেট’ ইনস্টাগ্রাম পোস্টে বিয়ের বর-কনে অনন্ত আর রাধিকার ছবিও পোস্ট করা হয়েছে। পোস্ট করা এ ছবির ক্যাপশনে পেজে উল্লেখ করা হয়, স্টোক পার্কে গভীর রাতে অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং সেলিব্রেশন। 

 ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন বলছে, লন্ডনে বিয়ের প্রাক অনুষ্ঠান আয়োজন করা আম্বানিদের জন্য স্বাভাবিক ব্যাপার। বিয়ের জমকালো আয়োজন নিজের দেশে করলেও তাদের প্রথমে ইচ্ছা ছিল লন্ডনের স্টোক পার্ক এস্টেটেই বিয়ের আয়োজনের। 

 কিন্তু মোদি সরকার দেশেই বিয়ের বড় আয়োজন করার জন্য ধনী পরিবারগুলোকে অনুরোধ করলে দেশের স্বার্থে বিয়ের আয়োজনে বদল আনেন আম্বানি। 

 এদিকে ভারতীয় সংবাদমাধ্যম রেডিও টুডের একটি পুরনো প্রতিবেদন বলছে, বিশেষ সাক্ষাৎকারে আম্বানি রেডিও টুডেকে বলেছিল, লন্ডনের স্টোক পার্ক এস্টেটে ছেলের বিয়ে দিতে চান মুকেশ ও নীতা আম্বানি। 

এদিকে ভাইরাল ছবিগুলো দেখে নেটিজেনরা বলছেন, দেশের স্বার্থে মুম্বাইতে বিয়ের আয়োজন সম্পন্ন করার প্ল্যান করছে আম্বানিরা। তবে পছন্দের স্থান ছিল লন্ডনের স্টোক পার্ক এস্টেট। তাই বিয়ের আগে সেখানেই দ্বিতীয় প্রাক-বিয়ের অনুষ্ঠানে মজেছেন ভারতের এ ধনকুবের। 

প্রসঙ্গত, অনন্ত এবং রাধিকা শৈশব থেকেই একে অপরকে চেনেন। তবে একজন অন্যজনকে পছন্দ করতে শুরু করেন ২০১৮ সালে। প্রেমের সম্পর্ক ছয় বছর পেরোতেই বিয়ের সিদ্ধান্তে পৌঁছায় অনন্ত এবং রাধিকার পরিবার। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->