• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:০৫:২৭ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

মাদারীপুরে বাবা-ছেলেকে কুপিয়ে জখম


সোমবার ১৯শে ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:৫০



মাদারীপুরে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে।

প্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সোমবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মোস্তফাপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সদর উপজেলার পেয়ারপুরের মৃত মজিদ মোল্লার ছেলে জলিল মোল্লা (৬৫) ও তার ছেলে হেলাল মোল্লা (৪৫)। আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে পেয়ারপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান লাভলু তালুকদার ও সাবেক চেয়ারম্যান মজিবর রহমানের সঙ্গে বিরোধ চলছিল। আজ সকালে একটি বিয়ের অনুষ্ঠানের কেনাকাটা করতে মোস্তফাপুর বাজারে যান সাবেক চেয়ারম্যানের সমর্থক জলিল মোল্লা ও তার ছেলে হেলাল।

এসময় বর্তমান চেয়ারম্যানের সমর্থকরা জলিল মোল্লা ও তার ছেলে হেলাল মোল্লাকে  কুপিয়ে জখম করে। 

তবে অভিযোগ অস্বীকার করে পেয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাভলু তালুকদার বলেন, আমার বিষয়ে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তাঁর কোন সমর্থক হামলা চালায়নি বলেও জানান তিনি।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মনোয়ার হোসেন চৌধুরী। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->