• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১২:১১:০৫ (31-Dec-2024)
  • - ৩৩° সে:

প্রথমবার ১০২০ যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’


শনিবার ২রা ডিসেম্বর ২০২৩ সকাল ১০:৪৬



প্রথমবার ১০২০ যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

বাণিজ্যিকভাবে ঢাকা থেকে প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীর আইকনিক রেলওয়ে স্টেশনে পৌঁছেছে ‘কক্সবাজার এক্সপ্রেস’। 

শনিবার (২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ট্রেনটি স্টেশনে পৌঁছায়। 

এর আগে রাত ১০টা ৫৫ মিনিটে এক হাজার ১০ জন যাত্রী নিয়ে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে রওয়ানা দেয়। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান ঢাকা থেকে কক্সবাজার রুটে এই প্রথম ট্রেন চলাচল কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ট্রেনের যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রেলওয়ের কর্মকর্তারা। 

শিডিউল অনুযায়ী, সকাল ৭টা ২০ মিনিটে পর্যটন নগরী কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও ৪০ মিনিট দেরিতে ট্রেনটি স্টেশনে পৌঁছায়। 

আরও পড়ুন:  ১০২০ যাত্রী নিয়ে প্রথমবারের মতো ঢাকার পথে কক্সবাজার এক্সপ্রেস 

এর আগে কক্সবাজার থেকে ৮১৩ নম্বর কক্সবাজার এক্সপ্রেস দুপুর ১২টা ৩৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছে বিকেল ৩টা ৪৫ মিনিটে। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে রওনা দেয়ার পর ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছায় রাত সাড়ে ৮টায়। 

বিমানবন্দর স্টেশনে তিন মিনিট বিরতি দিয়ে রাত ৮টা ৩৩ মিনিটে ছেড়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় রাত ৯টা ১০ মিনিটে। এ সময় রেলওয়ের কর্মকর্তারা যাত্রীদের ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানান। 

কক্সবাজার এক্সপ্রেসে ঢাকা-কক্সবাজার রুটের সর্বনিম্ন ভাড়া শোভন চেয়ারের জন্য ৬৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া ১৩২৫ টাকা, এসি সিটের ভাড়া ১৫৯০ টাকা এবং এসি বার্থের ভাড়া ২৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ট্রেনে চট্টগ্রাম থেকে কক্সবাজারের ভাড়া শোভন চেয়ারে ২০৫ টাকা, স্নিগ্ধা শ্রেণিতে ৩৮৬ টাকা, এসি সিটে ৪৬৬ টাকা এবং এসি বার্থে ৬৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->