• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩১ ভোর ০৪:৩৪:০২ (02-May-2024)
  • - ৩৩° সে:

মুক্তি পেল বাংলাদেশের রিজার্ভ চুরির ওপর নির্মিত ‘বিলিয়ন ডলার হেইস্ট’


শুক্রবার ১৮ই আগস্ট ২০২৩ দুপুর ০১:৩৬



মুক্তি পেল বাংলাদেশের রিজার্ভ চুরির ওপর নির্মিত ‘বিলিয়ন ডলার হেইস্ট’

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

ওটিটিতে প্লাটফর্মে মুক্তি পেয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত তথ্যচিত্র ‘বিলিয়ন ডলার হেইস্ট’। হলিউডের ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্টের ওয়েবসাইটে তথ্যচিত্রটির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। 

ওয়েবসাইটের তথ্যমতে, আমাজন প্রাইম ভিডিও, অ্যাপল টিভি প্লাসসহ একাধিক বৈশ্বিক ওটিটি প্লাটফর্মে মঙ্গলবার (১৫ আগস্ট) মুক্তি পেয়েছে এই তথ্যচিত্র। এটি পরিচালনা করেছেন ড্যানিয়েল গর্ডন, ব্রেন্ডন ডনোভান ও ব্রায়ান ইভানস। মিশা গ্লেনি, মিক্কো হিপ্পোনেন, কৃষ্ণা দাস, রাকেশ আস্তানাসহ অনেকে। এতে ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়েছে। যে ঘটনা বাংলাদেশ ব্যাংক তো বটেই, পুরো বিশ্বের ব্যাংকিং ব্যবস্থাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। 

তথ্যচিত্রের পরিচালক গর্ডন দেখিয়েছেন কীভাবে একদল হ্যাকার বাংলাদেশ ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি করতে সক্ষম হয়। পাশাপাশি কিবোর্ডে সামান্য লেখার ত্রুটিতে (টাইপো) কীভাবে আরও বিপুল অর্থ হাতিয়ে নেয়ার সুযোগ হাতছাড়া হয়ে যায় তাদের। এ ছাড়া কীভাবে হ্যাকাররা সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট) ব্যবস্থা ব্যবহার করতে সক্ষম হয়েছিল। 

এর আগে, মুক্তির পরই বেশ আলোচনার জন্ম দেয় এই তথ্যচিত্রের ট্রেলার।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ