• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:০৮:১৮ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে জ্বালানি তেল পরিমাণে কম দেয়ায় ২ ব্যবসায়ীকে জরিমানা


সোমবার ১৪ই নভেম্বর ২০২২ বিকাল ০৫:২১



লক্ষ্মীপুরে জ্বালানি তেল পরিমাণে কম দেয়ায় ২ ব্যবসায়ীকে জরিমানা

ছবি : সংগৃহীত

ক্রেতাদের কেরোসিন তেল পরিমাণে কম দেয়ায় লক্ষ্মীপুরে দুই ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে শহরের তেলের পাম্প ও চক বাজারের থানা রোডে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।

এ সময় বাজারের দুটি তেলের দোকানে পরিমাপক যন্ত্রে কারচুপি করে গ্রাহকদের তেল পরিমাণে কম দেয়ার প্রমাণ পাওয়া যায়। এতে জননী ট্রেডার্সকে ৮ হাজার টাকা ও মিলন ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস জানান, নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে এ জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->