লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিচ্ছিন্ন আবদুল্যাহর চরে ডুবে যাওয়া নৌকার আট জেলেকে উদ্ধার করা হয়েছে। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে আজ বুধবার সকালে তাঁদের উদ্ধার করে নৌ পুলিশ।
এর আগে বরিশালের হিজলা উপজেলায় যাওয়ার পথে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে একটি নৌকা ডুবে যায়। উদ্ধার জেলেরা হলেন বরিশালের হিজলা উপজেলার কাকুড়িয়া এলাকার বাসিন্দা ইসমাইল মাঝি, মো. ইব্রাহিম, সাইফুল ফরাজী, মো. সাদ্দাম, মো. রাব্বি, মো. আবদুল, নুরুল ইসলাম ও শুক্কুর আলী।
বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফেরদৌস আহম্মেদ বলেন, ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। নৌকায় আট জেলে ছিলেন। পরে আটকা পড়া জেলেরা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। কল পেয়ে নৌ পুলিশ জেলেদের উদ্ধার করে। পরে জেলেদের নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফেরদৌস আহম্মেদ বলেন, ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। নৌকায় আট জেলে ছিলেন। পরে আটকা পড়া জেলেরা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। কল পেয়ে নৌ পুলিশ জেলেদের উদ্ধার করে। পরে জেলেদের নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
মন্তব্য করুনঃ