• ঢাকা
  • |
  • রবিবার ৮ই পৌষ ১৪৩১ বিকাল ০৪:২১:২৭ (22-Dec-2024)
  • - ৩৩° সে:

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের সম্মেলন শুরুর আগেই দু’গ্রুপের সংঘর্ষ


সোমবার ১২ই ডিসেম্বর ২০২২ বিকাল ০৪:১১



চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের সম্মেলন শুরুর আগেই দু’গ্রুপের সংঘর্ষ

ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা সম্মেলন শুরুর আগেই আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ সোমবার (১২ ডিসেম্বর)। জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার আগে এ ঘটনা ঘটে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলন শুরু হওয়ার আগে নেতাকর্মীরা সম্মেলন স্থলে ঢুকতে শুরু করেন। তবে সকাল পৌনে ৯টার দিকে জেলা আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে প্রবেশ ও চেয়ারে বসা নিয়ে বিকবিতণ্ডা দেখা দেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। সম্মেলনস্থলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ এসে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত, ৭ বছর পর আজ চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে। এতে যোগ দিবেন দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->