• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১৭:৩৬ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় পিষ্ট মোটরসাইকেল চালক


বৃহঃস্পতিবার ২২শে ডিসেম্বর ২০২২ বিকাল ০৩:০১



চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় পিষ্ট মোটরসাইকেল চালক

ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা শহরের বাদুড়তলায় ট্রাক চাপায় জব্বার হোসেন (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

বুধবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বাদুড়তলার হোটেল শাহেদ প্যালেসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জব্বার চুয়াডাঙ্গা পৌর এলাকার জোয়ার্দ্দার পাড়ার মৃত বোরহান হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে জব্বার মোটরসাইকেল যোগে বড় বাজার থেকে নিজ বাড়ি জোয়ার্দ্দার পাড়ায় ফিরছিল। এসময় শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ইজিবাইক ওভারটেক করতে গিয়ে রাস্তায় পড়ে। পরে পিছন দিক থেকে আসা সবজি বোঝায় একটি ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় জব্বার। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে তবে ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হযেছে। পরবর্তী আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->