• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৭:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

দর্শনায় ১১টি স্বর্ণের বারসহ দুই ভারতীয় নাগরিক আটক


বৃহঃস্পতিবার ৮ই ডিসেম্বর ২০২২ বিকাল ০৩:২৪



দর্শনায় ১১টি স্বর্ণের বারসহ দুই ভারতীয় নাগরিক আটক

ছবি : সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক :

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে ১১টি স্বর্ণের বারসহ দু‌ই ভারতীয় পাসপোর্টধারী নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। তাদের কাছ থেকে জব্দকৃত স্বর্ণের পরিমাণ ৬২১ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৪৫ লাখ টাকা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- পশ্চিমবঙ্গের জোড়াবাগান থানার চুনিলাল গুপ্তের ছেলে অনুপ কুমার গুপ্ত (৪৮) ও উত্তরপ্রদেশের গোরখপুরের রামাশ্রীর ছেলে রাজেশ কুমার (৪৩)।

শুল্ক গোয়েন্দারা জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এতে পাসপোর্টধারী দুই ভারতীয় নাগরিকের দেহ তল্লাশি করে তাদের জুতার ভেতর থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ সময় তাদেরকে আটক করা হয়।

বেনাপোল শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম জানান, চোরাকারবারিদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->