• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:০৩:৫০ (23-Apr-2024)
  • - ৩৩° সে:

হারিকেন ‘নিকোলের’ তাণ্ডবে বিপর্যস্ত বাহামা দ্বীপপুঞ্জ


বৃহঃস্পতিবার ১০ই নভেম্বর ২০২২ দুপুর ০১:১৫



হারিকেন ‘নিকোলের’ তাণ্ডবে বিপর্যস্ত বাহামা দ্বীপপুঞ্জ

ছবি : সংগৃহীত

শক্তিশালী হারিকেন নিকোলের তাণ্ডবে বিপর্যস্ত বাহামা দ্বীপপুঞ্জ এবং ফ্লোরিডার একাংশ। বৃহস্পতিবারের প্রথম প্রহরে মার্কিন ভূখণ্ডে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি। খবর বার্তা সংস্থা এপির।

খবরে বলা হয়, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় ডোনাল্ড ট্রাম্পের বাড়ি ‘মার এ লাগো’সহ উপকূলীয় থিমপার্ক এবং এয়ারপোর্ট থেকে মানুষদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ফ্লোরিডা প্রশাসন। এরইমধ্যে দেখা দিয়েছে ভয়াবহ জলোচ্ছ্বাস। রাজ্যটির অনেক নিচু এলাকা এবং রাস্তাঘাট ভেসে গেছে পানিতে।

দেশটির জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র এনএইচসি জানিয়েছে, হারিকেনটির বাতাসের সর্বোচ্চ ঘূর্ণনবেগ ঘণ্টায় ১১২ কিলোমিটার। যার কারণে গ্রেট অ্যাবাকো আইল্যান্ডে রয়েছে ভূমিধসের শঙ্কা। এরইমধ্যে অঞ্চলটিতে বন্যা দেখা দিয়েছে; বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। সাড়ে ৫০০ শ’ মানুষ আশ্রয় নিয়েছেন দুটি সাইক্লোন শেল্টারে। সেপ্টেম্বরে ক্যাটাগরি ফোর হারিকেন ‘ইয়ান’র তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ফ্লোরিডায়।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ