• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৭:১৭:৫৫ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র, মুম্বাইয়ে রেড অ্যালার্ট


শুক্রবার ২৬শে জুলাই ২০২৪ বিকাল ০৫:৫১



বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র, মুম্বাইয়ে রেড অ্যালার্ট

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

রতে মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই, পুনে, পালঘরসহ বিস্তীর্ণ এলাকা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজ্যটিতে এ পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মুম্বাইতে আজ শুক্রবারও (২৬ জুলাই) রেড অ্যালার্ট জারি রয়েছে।

গত বুধবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সারা দিন বৃষ্টি হয়েছে। পুনের বিরাট অংশ পানির নিচে চলে গেছে। মুম্বাইয়ের অনেক এলাকায় পানি জমেছে। প্রবল বৃষ্টির জন্য মুম্বাই বিমানবন্দর দুই দফায় আধঘণ্টা বন্ধ রাখা হয়েছিল। ১১টি ফ্লাইট বাতিল করা হয়।

মহারাষ্ট্রের পশ্চিমাঞ্চল, কোঙ্কন ও বিদর্ভে প্রবল বৃষ্টি হয়েছে। থানে, পালঘর, কল্যাণ, কোলাপুর, পুনে, রায়গড়সহ অনেক শহরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রায়গড়, সাতারা ও রত্নাগিরি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

মুম্বাইয়ে রেড অ্যালার্ট

মুম্বাইয়ের জন্যও রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। শুক্রবারও মুম্বাইতে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সব স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, মানুষ যেন খুব জরুরি দরকার না হলে বাড়ির বাইরে না যান।

মুখ্যমন্ত্রী শিন্ডে বৃহস্পতিবার বন্যাকবলিত এলাকা ঘুরে দেখেছেন। রাতে তিনি উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস ও অজিত পাওয়ারের সঙ্গে বন্যা পরস্থিতি নিয়ে বৈঠক করেন। সেখানে ঠিক হয়েছে, কিছু জায়গায় সেনা ও নৌবাহিনীর সাহায্যে বন্যা কবলিত মানুষকে উদ্ধারের ব্যবস্থা করা হবে।

সাতজনের প্রাণহানি

পুনেতেই মারা গেছেন ছয়জন। তার মধ্যে তিনজন মারা গিয়েছেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

বিপর্যয় মোকাবিলা কর্মীরা বিভিন্ন জায়গা থেকে মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছেন। কিছু জায়গায় সেনাও নামানো হয়েছে। বিভিন্ন রাস্তায় হাঁটু থেকে বুক সমান পানি জমে গেছে। পুনে থেকে ৬৫ কিলোমিটার দূরের শহর লাভাসাতে ধস নেমেছে।

রাজ্যটির অন্তত পাঁচটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির স্তর বেড়ে যাওয়ায় অনেক জলাধার থেকে পানি ছাড়া হচ্ছে। এর ফলে বন্যার আশঙ্কা বেড়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->