• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ০৯:৫২:২৩ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

পীরগঞ্জে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ


শনিবার ২৭শে মে ২০২৩ দুপুর ১২:৫৪



পীরগঞ্জে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ অনুষ্ঠান

বিষ্ণপদ রায়, পীরগঞ্জ প্রতিনিধি(ঠাকুরগাঁও):

আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বোরো মৌসুমে ৫০ শতাংশ ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলার বৈরচুনা ইউনিয়নের কৃষক রফিকুল ইসলামের হাতে কম্বাইন হারভেস্টার মেশিনের চাবি তুলে দেয়া হয়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির ও উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান,৩১ লাখ টাকা মুল্যে এ কম্বাইন হারভেস্টার মেশিন ক্রয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষককে প্রায় সাড়ে ১৫ লাখ টাকা ভর্তুকি দেয়া হয়েছে। চলতি বোরো মৌসুমে এ ধরণের আরো দুটি যন্ত্র ক্রয় করে দুই জন কৃষককে একইভাবে প্রদান করা হবে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->