বিষ্ণুপদ রায়, পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইমদাদুল হককে দলীয় মনোনয়ন দেওয়ার দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন। এর আগে একই দাবীতে প্রেসক্লাব সভাকক্ষে সাংবাদ সম্মেলন করেন তারা।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও-৩ আসনের আসন্ন উপ-নির্বাচনে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হককে দলীয় মনোনয়ন দেওয়ার দাবী জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা।
এসময় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দেলওয়ারা বুলবুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তাহের মোঃ বদরুল হাসান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডাবলু ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নবাব হোসেন সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুনঃ