• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই বৈশাখ ১৪৩১ রাত ০৯:৩২:৫১ (01-May-2024)
  • - ৩৩° সে:

মারা গেলেন বিখ্যাত নাট্যকার এমবোনজেনি এনজেমা


শনিবার ৩০শে ডিসেম্বর ২০২৩ দুপুর ০১:৩৩



মারা গেলেন বিখ্যাত নাট্যকার এমবোনজেনি এনজেমা

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন ব্রডওয়ে হিট ‘সারাফিনার’ নাটকের কারিগর এবং দক্ষিণ আফ্রিকার নাট্যকার, প্রযোজক ও সুরকার এমবোনজেনি এনজেমা। গত বুধবার (২৭ ডিসেম্বর) মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৬৮ বছর বয়স হয়েছিল এ নাট্যকারের। 

সংবাদমাধ্যম ভয়েজ অব আমেরিকা তারকার পরিবারের বরাত তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব কেপ প্রদেশের একটি গ্রামীণ শহরে একটি অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার সময় গাড়ি দুর্ঘটনার শিকার হয় এনজেমার গাড়ি। তিনি গাড়ির যাত্রী ছিলেন। 

এ তারকা ‘সারাফিনা’ লেখার জন্য দর্শকমহলে সর্বাধিক পরিচিত ছিলেন। এটি ১৯৮৮ সালে ব্রডওয়েতে প্রিমিয়ার হয়েছিল। যা পরবর্তীতে ১৯৯২ সালে হুপি গোল্ডবার্গ অভিনীত একটি সংগীত নাটকে রূপান্তর হয়েছিল। টনি এবং গ্র্যামিসহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিল ‘সারাফিনা’। 

‘সারাফিনা’ নাটক হচ্ছে একজন ছাত্রের গল্প। গোল্ডবার্গ অভিনীতে এই গল্পে একজন শিক্ষক সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ করায় জেলে যাওয়ার পর কীভাবে একজন ছাত্র তার বন্ধুদের বর্ণ-বৈষম্যমূলক দক্ষিণ আফ্রিকায় জাতিগত বিচ্ছিন্নতার লড়াইয়ের জন্য অনুপ্রাণিত করে―সেটি তুলে ধরা হয়েছে। 

১৯৭৬ সালে দেশটির সোয়েতো বিদ্রোহের ঘটনার ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছিল নাটকটি। ওই সময় হাজার হাজার শিক্ষার্থী বর্ণবাদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছিল। বর্ণ-বৈষম্য ছিল একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। যা অ-শ্বেতাঙ্গদের প্রতি বৈষম্য করে এবং ১৯৪৮ থেকে ১৯৯৪ সালে প্রথম সর্বজাতি গণতান্ত্রিক নির্বাচন পর্যন্ত দেশটিতে সংখ্যালঘু শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর দ্বারা শাসিত নিশ্চিত করে। 

এ তারকার কাজের মধ্যে প্রশংসিত থিয়েটার প্রোডাকশন ‘ওজা অ্যালবার্ট’ নাটক। যা ১৯৮১ সালে প্রিমিয়ার হয়েছিল এবং বিশ্বে ২০টিরও বেশি পুরস্কার জিতেছিল নাটকটি। 

নির্মাণের মাধ্যমে খ্যাতি লাভ করা এ তারকার মৃত্যুতে দেশটির বিভিন্ন রাজৈনৈতিক দলের নেতাকর্মী এবং সংস্কৃতি অঙ্গনের মানুষ শোক প্রকাশ করেছেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ