কোন কঠোরতা নয়, নয় কোন জেল-জরিমানা। শুধু ভালোবাসা আর সঠিক দিক নির্দেশনায় স্বাভাবিক জীবনে ফিরেছে পানছড়ির অর্ধশত যুবক। অসম্ভব এ কাজটি করে দেখিয়েছেন পানছড়ি থানার ওসি আনসারুল করিম।
জানা যায়, মাদকের ভয়াবহতায় জীবন বিপন্ন হয়ে পড়েছিল পার্বত্য এলাকা পানছড়ির কিছু যুবকের। সন্তানদের এমন অধ:পতনে ওই যুবকদের পরিবারগুলোতে নেমে আসে চরম হতাশা।
দিশেহারা অভিভাবকরা দ্বারস্ত হয় পানছড়ি থানার ওসি আনসারুল করিমের। তারা মোবাইল কোর্টের মাধ্যমে মাদকাসক্ত সন্তানদের সাজার আবেদন করেন। কিন্তু ওসি আনসারুল করিম অবলম্বন করেন ভিন্ন পথ। থানা রেজিষ্টারে ওই যুবকদের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে সকাল-বিকাল ও রাতে তাদেরকে থানায় হাজিরা দিতে বাধ্য করেন। হাজিরা দিতে আসলে যুবকদের কাছে বর্ণনা করতেন মাদকের ভয়াবহতা ও পরিণতি। দিতেন নানা সুপরামর্শ। এভাবে গত ৯ মাসে ভালোবাসা, আন্তরিকতা ও সুপরামর্শের মাধ্যমে অর্ধশতাধিক যুবককে ফিরিয়ে আনেন আলোর পথে।
পানছড়ি থানার ওসি আনসারুল করিম জানান, ২০২২ সালের ফেব্রুয়ারী মাসে স্থানীয় কয়েকজন অভিভাবকের অভিযোগের ভিত্তিতে এ কাজ শুরু করেছি। দীর্ঘ চেষ্টায় মাদকাসক্ত ওই যুবকদের ফিরিয়ে এনেছি আলোর পথে। সকলের সহযোগীতায় কঠিন এ কাজ সম্ভব হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
মন্তব্য করুনঃ