“কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যে পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার(২৯ অক্টোবর) সকালে থানা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ আনছারুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ।
এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পানছড়ি থানার পক্ষ থেকে এতিমখানায় খাদ্য বিতরণ করা হয়।
মন্তব্য করুনঃ