• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২১:০২ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁওয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে স্থানীয়দের বাধা


শুক্রবার ২১শে অক্টোবর ২০২২ বিকাল ০৫:৫৪



ঠাকুরগাঁওয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে স্থানীয়দের বাধা

প্রকল্পের জন্য নির্ধারিত স্থান

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।

শুক্রবার (২১ অক্টোবর) জুম্মার নামাজের পর পূর্বপুরুষের কবর আছে এমন দাবী করে নির্মাণ কাজ বন্ধ করে দেন তারা। 

ঠিকাদারী প্রতিষ্ঠান বিষয়টি তাৎক্ষনিক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানালে তিনি পরিস্থিতি মোকাবেলায় সাময়িক কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।  

ওই স্থানে দীর্ঘকাল ধরে আশপাশের কয়েকটি গ্রামের মানুষের মরদেহ দাফন করে আসছেন স্থানীয়রা।  একারনে ঘর নির্মাণে বাধা প্রদান করা হয়েছে বলে জানান তারা। 

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, অভিযোগের কারণে কাজ বন্ধ রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি দেখছেন বলেও জানান তিনি। 

তবে সরেজমিন তদন্ত করে এবং স্থানীয়দের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির।  

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->