• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩১ রাত ০২:৩৩:০০ (02-May-2024)
  • - ৩৩° সে:

২৬ বছরেই থেমে গেল মিস ওয়ার্ল্ড প্রতিযোগীর জীবনের সব গল্প


মঙ্গলবার ১৭ই অক্টোবর ২০২৩ দুপুর ১২:৩৫



২৬ বছরেই থেমে গেল মিস ওয়ার্ল্ড প্রতিযোগীর জীবনের সব গল্প

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

ক্যানসারের সঙ্গে লড়াই করে মাত্র ২৬ বছর বয়সে মারা গেলেন সাবেক মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা দে আর্মাস। ২০১৫ সালে সুন্দরী প্রতিযোগিতার বিশ্বমঞ্চে উরুগুয়েকে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। শুক্রবার (১৩ অক্টোবর) মৃত্যু হয়েছে এই তারকার। 

খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, শেরিকার ভাই মেক দে আর্মাস সোশ্যাল মিডিয়ায় বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘উপরে উড়ো, ছোট বোন। সবসময় এবং চিরকাল।’ 

শেরিকা গত দুই বছর ধরে জরায়ুর ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। এছাড়া ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, সম্প্রতি ক্যামোথেরাপি ও রেডিওথেরাপি দেয়ার জন্য হাসপাতালে নেয়া হয়েছিল তাকে। কিন্তু সেখান থেকে সুস্থ হয়ে আর ফেরা হলো না সাবেক এই মিস ওয়ার্ল্ড প্রতিযোগীর। 

তার এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বর্তমান মিস উরুগয়ে কার্লা রোমেরা। তিনি বলেন, শেরিকা এই বিশ্বের জন্য খুব অভিব্যক্ত ছিল। আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর নারীদের একজন ছিল সে। 

এছাড়া মিস উরুগুয়ে মুকুটজয়ী লোলা দে লস সান্তোস অনুভূতি প্রকাশ করে বলেন, তাকে আমি সারাজীবন মনে রাখব। আমাকে সে সাহস জুগিয়েছেন বা আমার বিকাশে সাহায্য করেছেন বলে নয়, বরং আমি তার ন্সেহ ও বন্ধুত্বপূর্ণ সান্নিধ্য পেয়েছিলাম, তাই। 

প্রসঙ্গত, ২০১৫ সালে চীনে আয়োজিত মিস ওয়ার্ল্ড আসরে সেরা ৩০ সুন্দরীর তালিকায় না থাকলেও ওই আসরে উরুগুয়ের তরুণ প্রতিশ্রতিশীল প্রতিভাদের মধ্যে একজন হিসেবে রেকর্ড গড়েছিলেন শেরিকা দে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ