• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ০৮:৩৭:০৭ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

তেরোখাদায় সরকারের উন্নয়ন তুলে ধরে বৈঠক করেন খুলনা-৪ সংসদ সদস্য


শনিবার ১২ই আগস্ট ২০২৩ রাত ০৮:৫১



No Caption

চ্যানেল এস ডেস্ক: 

খুলনার তেরোখাদায় শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে উঠান বৈঠক শুরু করেছেন খুলনা ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদি। একইসঙ্গে তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার পক্ষে ভোট চেয়েছেন। শুক্রবার ১১আগষ্ট সন্ধায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাদের আয়োজনে, উপজেলার মধুপুর ইউনিয়নের কোলা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এম এ আলমের উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা এম এ আলমের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদি। এসময় তিনি আগামী নির্বাচনে শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তার পক্ষে সকলকে কাজ করার আহ্বান জানান। উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, তেরখাদা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, তেরখাদা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তিসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->